নাটোর সদর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নাটোর সদর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নাটোরে র‌্যাব-১২'র অভিযানে হেরোইন সহ মাদকব্যবসায়ী গ্রেফতার ২জন

নাটোরে র‌্যাব-১২'র অভিযানে হেরোইন সহ মাদকব্যবসায়ী গ্রেফতার ২জন

Natore-Kontho24 || নাটোর কন্ঠ ২৪


নিউজ ডেস্কঃ
নাটোর পৌর এলাকার ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছের‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
সোমবার রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো– নাটোর শহরের উত্তর বড়গাছা এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন মুন্না(৩২) এবং শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে শাহাদাৎ আলী(৩০)।

র‌্যাব-১২ সিপিএসসি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন আবুল হাশেম সবুজ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক মারুফ হোসেনের নির্দেশনায় গতরাতে এই অভিযান চালানো হয়। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে এক কেজি ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোরসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

তিনি আরও জানান, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে উদ্ধার আলামতসহ তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৩ সদদ্য গ্রেপ্তার

নাটোরের লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৩ সদদ্য গ্রেপ্তার

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


গতকাল রাতে নাটোরের লালপুর ও রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রবিন আলী (২১), শাকিব খান (২২) এবং মোঃ রেজোয়ান ইসলাম (২৩) কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রন্সন্যাশনাল ক্রাইম ইউনিট। 

আটককৃতদের মধ্যে শাকিব খান এবং মোঃ রেজোয়ান ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। গ্রেফতারের সময় আটককৃতদের কাছ থেকে ইমো হ্যাক ও প্রতারণার কাজে ব্যবহৃত ০৭ (সাত) টি মোবাইল ফোন এবং ০৭ (সাত) টি সিম কার্ড জব্দ করা হয় ।
তারা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজসে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করতো। চক্রের সদস্যরা প্রথমে ইমো ব্যবহারকারী প্রবাসীদের নম্বর সংগ্রহ করেন। পরে তারা কৌশলে টার্গেট করা প্রবাসীর ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নেন। পাসওয়ার্ড পাওয়ার পর তারা সেই আইডি থেকে পাঠানো কথোপকথন ও ম্যাসেজ পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে হ্যাক করা আইডি ব্যবহার করে স্বজনদের দুর্ঘটনা বা অসুস্থতার কথা বলে প্রবাসীদের বিকাশে বড় অংকের টাকা পাঠাতে বলেন। এ বিষয়ে খিলগাঁও থানার নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জর করেন। 

উল্লেখ্য ডিসি সাইবার ক্রাইম আ.ফ.ম. আল কিবরিয়া, পিপিএম এর সার্বিক তত্বাবধায়নে সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সিটি-সাইবার,ডিএমপি থেকে জানানো হয়,
নাটোরের লালপুর ভিত্তিক একটা নেক্সাস তৈরি হয়েছে এহেন অপকর্মের। সেখানকার অনেক কেই সনাক্ত করেছে সিটি-সাইবার, ডিএমপি। অচিরেই সেখানে বড় ধরনের অভিযান পরিচালিত হবে। সিটি-সাইবার পরামর্শ দেয় যে, কোনভাবেই মোবাইল বা ইমো তে আসা ওটিপি কাউকেই শেয়ার করা যাবে না। সচেতনতাই সাইবার নিরাপত্তার ভিত্তি।
নাটোরে শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার

নাটোরে শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ




নাটোরে রাহুল হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার বিপ্রবেলঘড়িয়া গ্রামের গোদাই রেল ব্রিজের কাছে রেল লাইনের ধার থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত রাহুল হোসেন সদর উপজেলার মদন হাট গ্রামের বেলাল হোসেনের ছেলে ও এসএসসি পরিক্ষার ফল প্রত্যাশী। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও সান্তাহার রেলওয়ে থানার এএসআই নরেশ জানান, রোববার বিকেলে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি রাহুল । আজ দুপুর ১২ টার দিকে গোদাই রেল ব্রিজের পাশে রেল লাইনের ধারে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

এ সময় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাহুলের মরদেহটি শনাক্ত করে। প্রাথমিক ভাবে নিহতের মাথায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর কারন জানাতে পারেননি পুলিশ। মরদেহটি রেল ব্রিজের পাশে রেল লাইনের ধারে পড়ে থাকায় ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে প্রথমিক ভাবে ধারণা করছেন তারা। মরদেহটি রেললাইনের ধারে পড়ে থাকায় সান্তাহার রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। 

সান্তাহার রেলওয়ে থানার এএসআই নরেশ জানান, এটি হত্যা না রেল দূর্ঘটনাজনিত মৃত্যু ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

©সংগৃহীত

শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন মেয়ে! এগিয়ে এলেন ডিসি

সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন মেয়ে! এগিয়ে এলেন ডিসি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ


শতবর্ষী অন্ধ মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে গেছেন তারই ছোট ছেলে। ঘটনাটি ঘটেছে নাটোরের সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামে। পাঁচ সন্তানের মা হলেও ফেলা যাওয়া তারা বানুর দায়িত্ব নিয়েছেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। শুক্রবার (৪ নভেম্বর) জেলা প্রশাসক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।


জানা যায়, তিন ছেলের নিজস্ব বাড়ি ও জমিজমা থাকার পরও তারা কেউ মায়ের দায়িত্ব না নিলে অন্ধ তারা বানু পাশের গ্রামে তার বড় মেয়ে রায়লা বেগমের বাড়িতে থাকতেন। বড় মেয়ে-জামাই তার বয়স্ক ভাতার টাকা দেয়ায় রেগে যান ছোট দুই ছেলে ও বড় ছেলের ঘরের দুই নাতি। সবাই বয়স্ক ভাতার সমান ভাগ পেতে পর্যায়ক্রমে মাকে রাখার সিদ্ধান্ত নেন। অক্টোবর মাসে বৃদ্ধা ছিলেন ছোট ছেলে আজাদের সংসারে। নভেম্বর মাসের দুই তারিখ পার হয়ে গেলেও বড় ছেলে মাকে নিতে না যাওয়ায় বুধবার রাতে আজাদ তার অন্ধ মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে যান।

পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জোর করে তার বড় ছেলে মানিকের বাড়িতে তাকে দিয়ে আসলে বৃদ্ধাকে রাতে বাড়ির গোয়াল ঘরে থাকতে দেয়া হয়। এমন খবর পেয়ে বৃদ্ধার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

শামীম আহমেদ সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হাবিবকে বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধার কাছে পাঠিয়ে তাকে তার মেয়ের বাড়িতে রেখে খাবারের ব্যবস্থা নিশ্চিত করেন। এছাড়াও নগদ ৫ হাজার টাকা সহায়তা এবং শীতের কাপড়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে বৃদ্ধাকে সহায়তার ব্যবস্থা করেছেন।



জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ


জেলা প্রশাসক ঢাকা পোস্টকে জানান, শতবর্ষী বৃদ্ধ মাকে রাতের আঁধারে রাস্তায় ফেলে রেখে যাওয়ার বিষয়টি অবগত হওয়ার পরে শুক্রবার সকালে সহকারি কমিশনার (ভূমি) জোবায়ের হাবিবের মাধ্যমে ওই বৃদ্ধার নিকট নগদ ৫ হাজার টাকা ও শীতের কাপড় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া বৃদ্ধার জন্য প্রতিমাসে খাওয়া-পড়া বাবদ প্রয়োজনীয় সকল জিনিসপত্র সরবরাহ করা হবে। এছাড়া ছেলেরা ওই বৃদ্ধার দায়িত্ব না নেওয়ায় এবং যেহেতু বৃদ্ধা তার মেয়ের কাছে থাকতে চান সেজন্য তাকে দেখভালের জন্য মেয়ে রায়লা বেগমের কাছে রাখা হয়েছে। এখন থেকে মেয়ে সে মায়ের দেখাশোনা করবেন।

এছাড়াও তিনি শুক্রবার ( ৪ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, 'শতবর্ষী অন্ধ তারা বানুকে তার সন্তানেরা রাতের আঁধারে রাস্তায় ফেলে দেয়। জেলা প্রশাসন, নাটোর আন্তরিকতার সাথে এই মায়ের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি স্থানীয় জনপ্রতিনিধি এবং মিডিয়ার প্রতিনিধিদের যারা সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করেছেন।'

এসময় অনেকেই কমেন্টের মাধ্যমে ডিসির এমন উদ্যোগকে সাধুবাদ জানায়।

তাপস কুমার/আরকে

©Dhakapost.com

রবিবার, ৩১ জুলাই, ২০২২

‘মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না’, শিক্ষক-ছাত্রের যে প্রেম পেলো পরিণতি

‘মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না’, শিক্ষক-ছাত্রের যে প্রেম পেলো পরিণতি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

ফেসবুকে প্রেম, কলেজের শিক্ষিকাকে বিয়ে করলেন ছাত্র

নিজেশ্ব প্রতিবেদক- রাকিবুল হাসান রাফি


ভালোবাসার সম্মোহনী শক্তি সব প্রতিকূলতাকেই হার মানায়। তার বাস্তব উদাহরণ মামুন (২২) ও খাইরুন নাহার (৪০) দম্পতি। ৬ মাস প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। নাটোরের গুরুদাসপুরে তাদের বাড়ি। তবে বর্তমানে তার নাটোর শহরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন।

জানা গেছে, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছা. খাইরুন নাহার। প্রথমে বিয়ে হয়েছিল রাজশাহীর বাঘায়। সেখানে তার এক সন্তানও রয়েছে। তবে পারিবারিক কলহে সে সংসার বেশি দিন টিকেনি। তারপর কেটে যায় অনেক দিন।


এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ২২ বছরের যুবক মামুনের সঙ্গে। মামুনের বাড়ি একই উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামে। তিনি নাটোর এন এস সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। ফেসবুক ম্যাসেঞ্জারে ২০২১ সালের ২৪ জুন তাদের প্রথম পরিচয়। তারপর গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তারপর ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সপ্তাহখানেক আগে তাদের বিয়ের বিষয়টি ছড়িয়ে পড়ে।




খাইরুন নাহার বলেন, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আত্মহত্যা করারও সিদ্ধান্ত নেই। সে সময় ফেসবুকে পরিচয় হয় মামুনের সঙ্গে। মামুন আমার খারাপ সময় পাশে থেকে উৎসাহ দিয়েছে এবং নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে। পরে দুজন বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ের পর মামুনের পরিবার মেনে নিলেও আমার পরিবার মেনে নেয়নি।


এদিকে মামুন বলেন, মন্তব্য কখনও গন্তব্য ঠেকাতে পারে না। কে কি বলল সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছি। সবার কাছে দোয়া চাই।

- আরোও নতুন খবর পেতে শেয়ার করে পাশে থাকুন
#নাটোর কন্ঠ ২৪


মঙ্গলবার, ১৭ মে, ২০২২

নাটোরের বড়াইগ্রাম এ ট্রাক উল্টে ২ জনের প্রানহানি

নাটোরের বড়াইগ্রাম এ ট্রাক উল্টে ২ জনের প্রানহানি

Natore-Kontho24 নাটোর কন্ঠ ২৪ নাটোরের খবর নাটোর নাগরিক কন্ঠ

ছবি নাটোর কন্ঠ ২৪


স্থানিয় সময় দুপুর ৩টা নাগাদ  উচ্চ গতি সম্পুর্ন একটি মালবাহী ট্রাক এসে উল্টে দেয় বড়াইগ্রাম থানা মোড় এ এতে ড্রাইভার এবং হেল্পার এর প্রানহানি হয়..... 

ঝুকি নিয়ে উচ্চ গতিতে গাড়ি চালানো এবং ড্রাইভার এর অসতর্ক তাই এর প্রধান কারন বলে জানান স্থানিয় আমাদের নিজস্ব প্রতিনিধি..  লাশ গুলো বড়াইগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়েছে

আসুন না একটু নিরাপদ হই, আমাদের সচেতনতাই পারে আমাদের মহা সড়ক কে নিরাপদ করে গরে তুলতে
একটি দূর্ঘটনা সারাজিবনের কান্না

নাটোর কন্ঠ ২৪

Natore Kontho 24